ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন ২০২৩ এ অংশগ্রহণে আগ্রহী বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং অ্যালামনাইবৃন্দ যে প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তা নিম্নরুপ:
সম্মানিত শিক্ষকবৃন্দ:
সম্মানিত শিক্ষকবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে (https://ssl.du.ac.bd/login) স্ব-স্ব প্রোফাইলে লগইন করে বাম পাশের ‘‘Special Convocation’’ মেন্যুতে ক্লিক করে রেজিস্ট্রেশন ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান করার মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে একই মেন্যু থেকে স্যুভেনির ও গাউন সংগ্রহের রসিদ এবং রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করা যাবে।
শিক্ষার্থীবৃন্দ:
শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে (https://ssl.du.ac.bd/studentlogin) স্ব-স্ব প্রোফাইলে লগইন করে বাম পাশের ‘‘Special Convocation’’ মেন্যুতে ক্লিক করে রেজিস্ট্রেশন ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান করার মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে একই মেন্যু থেকে স্যুভেনির সংগ্রহের রসিদ এবং রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করা যাবে।
রেজিস্টার্ড গ্র্যাজুয়েটবৃন্দ:
রেজিস্টার্ড গ্র্যাজুয়েটবৃন্দ এই পোর্টালের Register মেন্যুতে ক্লিক করে নিম্নোক্ত ধাপ অনুসরন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
অ্যালামনাই সদস্যবৃন্দ:
অ্যালামনাই সদস্যবৃন্দ এই পোর্টালের Register মেন্যুতে ক্লিক করে নিম্নোক্ত ধাপ অনুসরন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
মোবাইল নম্বর(Airtel/Banglalink/Robi/Teletalk) ভ্যারিফিকেশন পদ্ধতি
স্ক্রিনে কোড নম্বর সহ একটি টেক্সট প্রদর্শন করা হবে (যথা, DU CONV AQU4A87V)। আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রদর্শিত টেক্সটি (মাঝের স্পেস সহ) লিখে তা ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আপনার মোবাইলে একটি কনফার্মেশন কোড প্রেরণ করা হবে। এই কনফার্মেশন কোডটি স্ক্রিনে প্রদর্শিত নির্ধারিত টেক্সট বক্সে টাইপ করে সাবমিট করার মাধ্যমে মোবাইল নম্বর ভ্যারিফিকেশন সহ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।